বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিশু টুটুল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : কিশোরগঞ্জে শিশু সাকিবুল হাসান টুটুল হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদÐ দিয়েছেন আদালত। রায়ে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। গতকাল বুধবার দুপুরে  জনাকীর্ণ আদালতে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আওলাদ হোসেন ভ‚ঞা। দÐপ্রাপ্ত আসামিরা হলো পাকুন্দিয়া উপজেলার চর কাওনা গ্রামের মো. ডালিম, সোহাগ মিয়া, দুলাল মিয়া ও আমিনুল হক। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার চর কাওনা গ্রামের কামাল উদ্দিন বাবুর ছেলে স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র সাকিবুল হাসান টুটুলকে ২০১৪ সনের ১২ আগস্ট স্কুল থেকে অপহরণ করা হয়। পরে টুটুলের মায়ের মোবাইল ফোনে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা। মুক্তিপণ না পেয়ে আসামিরা টুটুলকে শ্বাসরোধে হত্যা করে লাশ গ্রামের পাশের একটি জঙ্গলে ফেলে রাখে। এ ব্যাপারে টুটুলের পিতা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ প্রথমে দুলালকে গ্রেফতার করে। দুলালের দেখানো মতে পুলিশ হত্যাকাÐে ব্যবহৃত গামছা ও স্কচটেপ উদ্ধার করে। পরে পুলিশ অপর তিন আসামি ডালিম, সোহাগ ও আমিনুলকে গ্রেফতার করলে তারা ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বাীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তাদের দেখানো মতে লাশও উদ্ধার করা হয়। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট  এম.এ. আফজল ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল কাশেম অনু, অ্যাডভোকেট শওকত কবির খোকন, অ্যাডভোকেট এম এ রশিদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন