বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

উচ্ছেদ আতংকে ৮ পরিবার

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামে ৮ কৃষক পরিবার বসতভিটা থেকে উচ্ছেদ আতঙ্কে ভুগছেন। গত বুধবার সকালে ভুক্তভোগী পরিবারের একজন এহিয়া বেপারীর পুত্র হেলাল মিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গত পঞ্চাশ বছরের অধিক সময় ধরে পৈত্রিক সূত্রে মালিক হয়ে তারা পরিবার নিয়ে প্রাপ্ত জমিতে ফলজ ও বনজ গাছপালা লাগিয়ে ভোগদখলে আছেন। স¤প্রতি একই এলাকার মৃত তসলিম উদ্দিন বেপারীর পুত্র রাজিবুল ইসলাম বেপারীর সহযোগিতায় স্থানীয় একটি প্রভাবশালী মহল ভুয়া দলিল মূলে জমিটি তাদের দাবি করে। গত ১২ এপ্রিল রাজিবুল বেপারীর নেতৃত্বে হেলালের ভাতিজা মামুনের বসতবাড়িতে সশস্ত্র হামলা করে কয়েকজনকে আহত করে। এ সময় শ্লীলতাহানির মাতো ঘটনাও ঘটে। এ ঘটনায় হেলাল উদ্দিনের ভাতিজা মামুন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করা পর ভুক্তভোগী কৃষক পরিবারকে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিতে থাকেন। দুইদিন পর প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে রাজিবুল তার মা নার্গিস আক্তারকে বাদী করে শ্রীপুর থানায় একটি সাজানো মামলা দায়ের করেন। ১৯৬৯ সালে ক্ষতি নি®কৃতি দলিল নং ১২৪৩৪, ২৭ডিসেম্বর মূলে হেলাল উদ্দিনের পিতা এহিয়া বেপারী মোজাম্মেল হক ও কাজী খানকে ১৩৪ শতাংশ জমি বুঝিয়ে দেন। কিন্তু তারা দলিল মূলে প্রকৃত দাগে দখলে না গিয়ে প্রায় ৫০ বছরের মাথায় বর্তমানে হেলাল উদ্দিন গংদের বসত ভিটাসহ জমিটি দখল করতে অপচেষ্টা চালাচ্ছে। জমিটি দখলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দেওয়ায় ওই ৮ কৃষক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে হেলাল উদ্দিনগং বাদী হয়ে বিজ্ঞ সহকারী জজ ২য় আদালত (শ্রীপুর) বরাবর ৫৪/২০১৫ মামলা দায়ের করেছেন যা বর্তমানে চলমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন