বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সৈয়দপুর উপজেলা উপনির্বাচন প্রার্থীরা ছুটছেন গ্রামের দিকে

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন জমে উঠেছে। তবে শহরের চেয়ে গ্রামে প্রচারণা সবচেয়ে বেশি হচ্ছে। প্রতীক বরাদ্দের পর পুরোদমে শুরু হয়েছে প্রচারণা। দলীয় প্রতীকে নির্বাচন হলেও তৃণমূলের চাহিদার কারণে প্রতিশ্রæতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। এই নির্বাচনে আ.লীগের মনোনীত প্রার্থী মোখছেদুল মোমিন (নৌকা) , বিএনপির শওকত হায়াত শাহ (ধানের শীষ), জাতীয় পার্টির ইলিয়াছ চৌধুরী ভুলু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ নূরুল হুদা (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের আব্দুল মুনতাকিম (আনারস)। প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই দলীয় ও স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকরা ভোটের ময়দানে নেমে পড়েছেন। পাড়া-মহল্লায় মতবিনিময় সভা, পথসভা জোরেশোরে চলছে। নিজ নিজ প্রার্থীর পক্ষে মিছিল, মিটিং ও মাইকিং চলছে সমানতালে। তবে প্রচারণায় সবচেয়ে এগিয়ে রয়েছেন আ.লীগের মনোনীত প্রার্থী মোখছেদুল মোমিন। এদিকে ভোট কেন্দ্রের তালিকা চ‚ড়ান্ত করেছে সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিস। আগামী ১৬ মে নির্বাচনকে ঘিরে পৌরসভা ও ইউনিয়ন মিলে মোট ৭১টি কেন্দ্র করা হয়েছে। ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়াও প্রায় চ‚ড়ান্ত করা হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার জিলহাসউদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন