সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও উন্নয়নকে বাধাগ্রস্ত করার অভিযোগ

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা উত্তর সংবাদদাতা : কুমিল্লার তিতাস উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেখানে উন্নতির দিকে এবং উন্নয়ন ও আধুনিকায়ন অব্যাহত গতিতে চলছে তখনই একটি কুচক্রী মহলের গাত্রদাহ শুরু হয়েছে। মহলটি উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে মাঠে নেমেছে বলে অভিযোগ উঠেছে। তিতাসের রাজনীতিক, সুশীল সমাজ, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষের মধ্যে এ কারণে ক্ষোভ দানা বাঁধছে। তিতাসের ইউএনও হিসেবে মোকিমা বেগম ও ওসি হিসেবে মোহাম্মদ নূরুল আলম যোগদানের পর থেকে অপরাধ দমনে পুলিশের চিড়–নি অভিযানে এবং ওসি ও ইউএনও’র প্রচেষ্টায় অপরাধ কর্মকাÐ শূন্যের কোঠায় নেমে এসেছে বলে ওই সব নেতৃবৃন্দ দাবি করেন। ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং স্থানীয় এমপি মোহাম্মদ আমীর হোসেন ভ‚ঁইয়া বলেন, একটি কুচক্রী মহল বহুদিন ধরেই তিতাসের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে তৎপর। কিন্তু এলাকার জনগণকে সাথে নিয়ে আমি উন্নয়ন ও আধুনিকায়নের গতি অব্যাহত রেখেছি। কোন দুষ্ট চক্র উন্নয়নে বাধাগ্রস্ত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারবে না। তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম সোহেল শিকদার বলেন, আসলেও ওসি নূরুল আলম একজন যোগ্য পুলিশ অফিসার। এলাকায় এখন শান্তি শৃঙ্খলা বিরাজমান। তবে একটি কুচক্রী মহল এলাকার উন্নয়ন, রাজনীতি ও আইন-শৃঙ্খলাকে অস্থিতিশীল করতে পাঁয়তারা করছে। ইনশাআল্লাহ ঐ দুষ্ট কুচক্রী মহল সফল হবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন