সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হাজার হেক্টর জমির ফসল পানির নিচে

প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৮ এএম, ৬ মে, ২০১৭

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গোবিন্দগঞ্জে অসময়ে বৃষ্টিতে বন্যা অবস্থার সৃষ্টি হওয়ায় তলিয়ে গেছে উপজেলার প্রায় এক হাজার হেক্টর জমির ধানসহ বিভিন্ন উঠতি ফসল। টানা বর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলবদ্ধতার সৃষ্টি হওয়ায় বিপাকে পরেছে কৃষকরা। জলবদ্ধতা দুরীকরণ সহ ক্ষতি পুরণে সহযোগীতা চেয়েছেন কৃষকরা। এলাকার কৃষকরা জানায়, প্রায় সপ্তাহকাল ধরে টানা বর্ষণে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে এ সব এলাকা প্রায় ৫ হাজার কৃষকের জমির উঠতি ফসল সহ ধান ডুবে গেছে। পানি নিস্কাষনের ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতায় জমির ফসল পচে নষ্ট হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে আধা পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে। জলবদ্ধতায় গোবিন্দগঞ্জ উপজেলার চক সিংহ ডাঙ্গা, কমল নারায়ন পুর, চন্ডিপুর বিল সহ ৫ টি বিল সহ নিম্নাঞ্চল পানিতে ডুবে থাকায় ব্যাপক ফসলহানির ঘটনা ঘটছে। কৃষকদের অভিযোগ আগে যেসব এলাকা দিয়ে বিলের অতিরিক্ত পানি নিষ্কাষন হতো সেসব রাস্তা বন্ধ করে দেয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে । চক সিংহডাঙ্গা বিল এলাকার দেবপুর, সিংহডাঙ্গা সহ প্রায় ৬ গ্রামের কৃষক জানান এই জমি থেকেই তাদের এক বছরের খাবার সংস্থান হয়। এই ধান ক্ষতিগ্রস্থ হলে এই পরিবার গুলো পরিবার পরিজন নিয়ে বিপাবে পড়বে। তাই দ্রুত বিলের পানি নিস্কাষন করার দাবী কৃষকদের। না হলেএকমাত্র চক সিংহডাঙ্গা বিলেই প্রায় ৮ শ’ একর জমির বোরো ধান পচে নষ্ট হবে। তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক বলেন, অতিবৃষ্টিতে জলবদ্ধতার কারণের এই ইউনিয়নের ৫ টি বিলেসহ নিম্নাস্ঞ্চলে কাচা-পাকা ধান তলিয়ে যাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পরেছে। দ্রুত পানি নিষ্কাষনের ব্যবস্থার জন্য এবং তালিকা তৈরী করে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতা প্রদানের জন্য উপজেলা প্রসাশনের কাছে সুদুষ্টি কামনা করেছেন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নান জানান, টানা বর্ষনে গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় ২০ হেক্টর জমির ধান সম্পূন নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরী করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন