মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কুঁচিয়া ও কাঁকড়া চাষের ওপর প্রশিক্ষণ কর্মসূচি

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহার প্লাবণ ভ‚মি উপকেন্দ্রের উদ্দ্যোগে তিন দিনব্যাপী কুঁচিয়া মাছের পোনা লালন পালন ও খাদ্য ব্যাবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বেলা ১০ টায় স্থানীয় প্লবণ ভ‚মির সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের উদ্বোধন হয় এবং গত বৃস্পতিবার সমাপ্ত হয়। কর্মসূচিতে দেশের নির্বাচিত এলাকায় কুঁচিয়া ও কাঁকড়া চাষ এবং গবেসনা প্রকল্পর উপর আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। এতে এলাকার প্রয ২০ জন মৎস্য চাষী অংশগ্রহণ করে। সান্তাহার প্লবণ ভ‚মি উপকেন্দ্রের মৎস্য গকেষক ড. ডেভিড রেন্টু দাসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নান, বিশেষ অতিথি নওগাঁ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মেঃ গোলাম মেহেদী হাসান, মৎস্য কর্মকর্তা সোনিয়া শরমীনসহ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন