মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মহেশখালীর ৭ ইউপিতে ৪৯৮ জনের লড়াই

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

জয়নাল আবেদীন, মহেশখালী (কক্সবাজার) থেকেআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহেশখালী উপজেলার ৭টি ইউনিয়নে ৪৯৮ জন প্রার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে গত বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে ৩৬ জন সংরক্ষিত মহিলা পদে ৮৮ জন,ও সাধারণ সদস্য পদে ৩৭৪ জন। উপজেলা নির্বাচন অফিসার জানান, ধলঘাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে কামরুল হাসান নৌকা, নুুরুল আলম আনাসর, নুরুল ইসলাম মনি নাঙ্গল, সরওয়ার আলম শাহিন ধানের শীর্ষ, মাতারবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান পদে এনামুল হক নৌকা, নাছির উদ্দিন মোহাম্মদ বাবর চৌধুরী ধানের শীর্ষ, মোস্তাক আহমদ চশমা, মো. কাউছার মোটরসাইকেল, মো. ইলিয়াছ হাতপাকা, মোহাম্মদ উল্লাহ আনারস। হোয়ানক ইউনিয়নে চেয়ারম্যান পদে আমান উল্লাহ মোটরসাইকেল, ইসরাত জাহান নিনা টেলিফোন, এনামুলক করিম চৌধুরী ধানের শীর্ষ, মোস্তফা কামাল নৌকা, মাহাবুবুল আলম আনাসর। বড়মহেশখালী ইউনিয়ন চেয়ারম্যান পদে আব্দুল মান্নান ঘোড়া, এনায়েত উল্লাহ বাবুল চশমা, আক্তার কামাল চৌধুরী মোটর সাইকেল, রাহমত করিম আনাসর, মো. শরিফ বাদশা নৌকা, মাহাবুব আলম নাঙ্গল। ছোট মহেশখালী ইউনিয়ন চেয়ারম্যান পদে আব্দু সামাদ আনারস, নুরুল হুদা ধানের শীর্ষ, জিহাদ বীন আলী নৌকা, সিরাজুল মোস্তফা ঘোড়া, সিরাজুল মোস্তফা বাশি নাঙ্গল। কুতুবজুম ইউনিয়ন চেয়ারম্যান পদে মোশারফ হোসেন খোকন নৌকা, মো. সোহেল নাঙ্গল, সফিউল আলম ধানের শীর্ষ, শহিদুল ইসলাম মুন্না টেলিফোন প্রতীক পেয়েছে। আগামী ২২ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মহেশখালীর ৭ ইউনিয়নে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন