শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

একাধিক বিদ্রোহী নিয়ে বেকায়দায় আওয়ামী লীগ

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

আশরাফুল আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসন্ন দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ৮ ইউনিয়নে ৮জন মনোনয়ন পেলেন। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রের নির্দেশে ইতোমধ্যে উপজেলার ৮ইউনিয়নে আ.লীগের নেতাকর্মীরা মাঠ পর্যায় জরিপ করে ভোটের মাধ্যমে প্রার্থী যাচাই-বাছাই করে চূড়ান্ত করে নামের তালিকা প্রকাশ করে। যারা নৌকা প্রতীক পেলেন-১নং ধর্মগড় ইউনিয়নে আলহাজ্ব শফিকুল আলম মুকুল, ২নং নেকমরদ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন, ৩নং হোসেনগাঁও ইউনিয়নে গোলাম রব্বানী, ৪নং লেহেম্বা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম, ৫নং বাচোর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জীতেন্দ্র নাথ, ৬নং কাশিপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আঃ রউফ, ৭নং রাতোর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শরৎ চন্দ্র এবং ৮নং নন্দুয়ার ইউনিয়নে ছাত্রনেতা আঃ বারী। এদিকে ১নং ধর্মগড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান লোকমান আলী (জামায়াত), আব্দুস সবুর (বিএনপি), সাবেক চেয়ারম্যান আবু হানিফ (সতন্ত্র), ২নং নেকমরদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এনামুল হক (জাতীয় পাটি), করিমুল ইসলাম (বিএনপি), মাকসুদুর রহমান (জামায়াত), ৩নং হোসেনগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাহাবুবুর রহমান (বিএনপি), নাসির উদ্দীন (সতন্ত্র), ৪নং লেহেম্বা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হাসান আলী (বিএনপি), ৫নং বাচোর ইউনিয়নে আক্তারুল ইসলাম সালমানশা (জাতীয় পাটি), ফেরদৌস মানিক (বিএনপি), আনারুল ইসলাম (ওয়ার্কাস পাটি), ৬নং কাশিপুর ইউনিয়নে মাহাতাব উদ্দীণ (আ’লীগ বিদ্রোহী), আফজাল হোসেন (বিএনপি), ৭নং রাতোর ইউনিয়নে আব্দুর রহিম (আ’লীগের বিদ্রোহী প্রার্থী), আক্তার হোসেন (বিএনপি), সাবেক চেয়ারম্যান একেএম ফজলুল (জাতীয় পাটি), ৮নং নন্দুয়ার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবু সুলতান (আ’লীগের বিদ্রোহী) এবং জমিরুল ইসলাম (বিএনপি) প্রার্থী। সংশ্লিষ্ট এলাকায় ঘুরে জানা গেছে, যে সব ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে সে সব ইউনিয়নে আ.লীগের বিজয় অনিশ্চিত বলে ভোটাররা মন্তব্য করেছে। আ.লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক জানান, যারা দলের সীদ্ধান্তকে অমান্য করে বিদ্রোহী প্রার্থী হবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। অপর দিকে ৩নং হোসেনগাঁও, ৫নং বাচোর এবং ৮নং নন্দুয়ার ইউনিয়নের সীমানা জটিলতার কারণে ইতোমধ্যে নির্বাচন স্থগিত করেছে ইসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন