শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মধুখালী সাবরেজিস্ট্রারের প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে গতকাল রোববার সকাল ১১টার দিকে দলিল লেখক সমিতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাব-রেজিষ্টার সিফাত উল্যাহ’র প্রত্যাহার দাবি করেছেন। দলিল লেখক সমিতি প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন। উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মির্জা আবু জাফরের সভাপতিত্বে লিখিত বক্তব্যে সভাপতি সাব-রেজিষ্টারের বিরুদ্ধে দুনীতির কথা তুলে ধরে বলেন, গত ২০ এপ্রিল উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া দলিল সংক্রান্ত একটি কাজে সাব-রেজিষ্টার সিফাত উল্যাহর কক্ষে নিজের পরিচয় দেওয়া মাত্র সাব-রেজিষ্টার বলেন, আপনি শেখ হাসিনা হলেও কিছু যায় আসে না, শেখ হাসিনাকেও আমার দেখার সময় নাই, আমার বড় বড় অনেক নেতা আছে। এ ছাড়াও সাব-রেজিষ্টারের বিরুদ্ধে এজলাসে দলিল দাখিল করলে কাল্পনিক অভিযোগ উপস্থাপন করে মোটার ঘুষ দাবী করে নিজ কক্ষে ঘুষের বিনিময়ে দলিল করতে বাধ্য করেন এবং প্রতিবাদ করলে দলিল লেখকদের সনদ বাতিল করার হুমকি, বিকাল ৫টা পর্যন্ত অফিস করার কথা থাকলেও তিনি ৩ থেকে ৩.৩০টার পরে অফিস করেন না, সকাল ১০ অফিসে আসার পরিবর্তে দুপুর ১২টার সময় অফিসে আসেন। এতে করে জমি বিক্রেতা ও ক্রেতা উভয়ই হয়রানির শিকার হচ্ছে বলে লিখত বক্তব্যে বলা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ কুমার সাহা, মধুখালী পৌর মেয়র খোন্দকার মোর্শেদ রহমান লিমন, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম খান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন