রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঘাটাইলে সড়ক নির্মাণে প্রভাবশালীদের বাধা

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
ঘাটাইল উপজেলার ধোপাজানি গ্রামে কবরস্থানের রাস্তা নির্মাণে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রাস্তা নির্মাণের কাজ নির্বিঘেœ করার জন্য গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ থেকে জানা যায়, ঘাটাইল উপজেলার ৭নং দিগড় ইউনিয়নে ধোপাজানি গ্রামে বাইতুল আখের কবরস্থান অবস্থিত। সরকারের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় ধোপাজানি জামে মসজিদ হতে বাইতুল আখের কবরস্থান পর্যন্ত রাস্তা নির্মাণে ২০১৫-১৬ অর্থবছরে আট টন চাল বরাদ্দ পায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান রাস্তা পরিমাপ করে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেন। ইতিমধ্যে রাস্তার প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। কিন্তু গ্রামের প্রভাবশালী সেলিম ও শহিদ রাস্তাটি জোরপূর্বক তাদের দখলে রেখেছে এবং কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তা নির্মাণে বাধা প্রদান করছে। গ্রামবাসী রাস্তার জায়গা দখলমুক্ত করতে গেলে উল্টো থানায় অভিযোগ দিয়ে গ্রামবাসীকে হয়রানি করছে। গ্রামবাসী জনস্বার্থে রাস্তাটি নির্মাণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ ব্যাপারে দিগড় ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তার জানান, রাস্তাটি রেকর্ডভুক্ত। আমি নিজে উপস্থিত থেকে রাস্তাটি পরিমাপ করে দিয়েছি। তারপরও প্রতিপক্ষ সিদ্ধান্ত মানছে না। কবরস্থানের রাস্তা নির্মাণে বাধা প্রদান খুবই দুঃখজনক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন