রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র নিহত

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : পূর্ব শত্রæতার জের ও আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় খাগড়াছড়িতে চিরঞ্জিত ত্রিপুরা ও তার ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরা নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের নুনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত চিরঞ্জিত ত্রিপুরার স্ত্রী ভবেল²ী ত্রিপুরা ও পুত্রবধু বিজলী ত্রিপুরা গুরুতর আহত হয়েছে। নিহত কর্ণ জ্যোতি ত্রিপুরার স্ত্রী বিজলী ত্রিপুরা  জানায়, রাতে নুনছড়ির ইউপি সদস্য কালিবন্ধু ত্রিপুরা ও তার দুই ছেলের নেতৃত্বে ৩০-৪০ জন লোক অস্ত্রসস্ত্রসহ তাদের উপর হামলা চালায়। একপর্যায়ে চিরঞ্জিত ত্রিপুরা ও তার ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরাকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ সময় হামলাকারীদের বাঁধা দিকে গিয়ে চিরঞ্জিত ত্রিপুরার স্ত্রী ল²ী ত্রিপুরা ও কর্ণ জ্যোতি ত্রিপুরার স্ত্রী বিজলী ত্রিপুরা গুরুতর আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান জানান, নিহত চিরঞ্জিত ত্রিপুরার সাথে প্রতিবেশী নুনছড়ি এলাকার ইউপি সদস্য কালীবন্ধু ত্রিপুরার বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে তাদের মধ্যে আদালতে মামলা চলছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রæতার জের ও আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তদের আটকের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন