রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রূপগঞ্জে পূর্ব শত্রæতার জেরে বাড়িঘওে হামলা-ভাঙচুর-লুটপাট আহত ৩

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রæতার জের ধরে পৃথকস্থানে বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে  অভিযোগ পাওয়া গেছে। হামলায় নারীসহ আহত হয়েছেন তিন জন। এ সময় এক নারীকে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা সুতীর পার ও কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায়। আহত আব্দুল মন্নান জানান, মাঝিনা সুতীর পার এলাকার দুলাল মিয়ার সঙ্গে আব্দুল মন্নানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রæতা চলে আসছে। ওই বিরোধের জের ধরে দুপুরে দুলাল মিয়া,মাসুদ,সবুজ সুরুজসহ আরো ৫/৬ জন রামদা, লোহার রড নিয়ে মন্নানের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। এসময় মন্নান মিয়ার স্ত্রী মাহমুদা এর প্রতিবাদ করলে তাকে পিটিয়ে আহত ও শ্লীলতাহানি করে প্রতিপক্ষের লোকজন। এসময় মাহমুদার চিৎকারে তাকে বাঁচাতে এগিয়ে আসলে মন্নানকেও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। পরে হামলাকারীরা মন্নান মিয়ার বাড়িঘর কুপিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা লুটসহ সহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করা হয়।
অপরদিকে কেন্দুয়া এলাকার শুক্কুর আলীর জানান, তার সঙ্গে একই এলাকার মামুন মিয়ার পূর্ব শত্রæতা রয়েছে। আর ঐ বিরোধের জের ধরে মামুন, ওয়াজিমসহ আরো ৪/৫ জন দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে শুক্কুর আলীর বাড়িঘরে হামলা ভাংচুর করে তাকে পিটিয়ে আহত করে। এসময় বাড়িঘরে হামলা চালিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে বলে দাবী করেন শুক্কুর আলী। এ ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন। এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি, তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন