সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নেত্রকোনা-সিধলী সড়ক নির্মাণ শেষ হলে দূরত্ব কমবে ১৫ কি.মি

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা সদর উপজেলার কে-গাতী ও কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি নেত্রকোনা-সিধলী জিসি সড়ক নির্মাণ অবশেষে পূরণ হতে চলেছে। জনগনের দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে নেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট নেত্রকোনা-সিধলী জিসি সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। নেত্রকোনা রাজুর বাজার থেকে মেদনী ইউনিয়নের বড়ওয়ারী হয়ে কে-গাতী ইউনিয়নের ভেতর দিয়ে কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের সিধলী বাজার পর্যন্ত ১৩.২৯ কিলোমিটার জিসি সড়ক নির্মাণের জন্য ১৪ কোটি ৪৪ লাখ টাকার টেন্ডার আহবান করে সড়ক নির্মাণের কাজ শুরু করে। নেত্রকোনা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এ কে এম ইসমত কিবরিয়া জানান, দ্রæত গতিতে সড়ক নির্মানের কাজ এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সড়কের ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। চলতি অর্থ বছরেই বাকী সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হবে। সড়কের নির্মাণ কাজ শেষ হলে নেত্রকোনা থেকে সিধলীর দূরত্ব ১৫ কিলোমিটার কমে যাবে। সড়কের আশপাশের প্রায় অর্ধ লক্ষ লোকের যাতায়াত যেমন সহজ হবে অপরদিকে তাদের সময় ও অর্থ দুটোই বাঁচবে। এতে তাদের জীবন যাত্রার মান উন্নত হবে। এছাড়াও এ অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত পন্য সহজে পরিবহন করতে পারবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন