মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তিতাসে আ.লীগ দু’গ্রুপে সংঘর্ষে আহত ১

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা উত্তর সংবাদদাতা : কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের সিএনজি স্ট্যাান্ডের চাঁদাবাজির প্রতিবাদকে কেন্দ্র করে আ.লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাতাকান্দি বাজার বাস স্ট্যান্ডের হক ইলেক্ট্রিকের দক্ষিণ পাশে এ ঘটনাটি ঘটে। এতে প্রতিবাদকারী তপু (২২) নামে একজন হামলায় গুরুতর আহত হয় এবং ৩টি মোটরসাইকেল ১টি প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে। জানা যায়, তিতাসের বিভিন্ন স্ট্যাশন থেকে একটা প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবৎ সিএনজি অটোরিক্সা চালকদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করে আসছে। বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহের সিকদারের নেতৃত্বে সেসব স্ট্যান্ড থেকে চাঁদা আদায় বন্ধে প্রশাসনের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় কেশবপুর গ্রামের মো. খোরশেদ মিয়ার ছেলে তপু বাতাকান্দি স্ট্যাশনের চাঁদা আদায় বন্ধে প্রতিবাদ করলে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে তাকে পিটিয়ে অস্ত্র ঠেকিয়ে হত্যার চেষ্টা করে। এসময় খবর পেয়ে তিতাস থানা পুলিশ তপুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এদিকে এ খবর তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল সিকদার জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শনের জন্য বাতাকান্দি বাজারে পৌঁছলে তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ.লীগের নেতা পারভেজ হোসেন সরকার ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরনবীর সাথে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন