মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

নরসিংদী জেলা সংবাদদাতা : যৌতুক ও পাওনা টাকার পাল্টাপাল্টি দাবির ঘটনাকে কেন্দ্র করে শারমিন বেগম (২৩) নামে এক সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী মুক্তার হোসেন। হত্যাকান্ডের পর অব্যবহিত পর মুক্তার হোসেনের পিতা ও ভাইয়েরা মিলে মুক্তার হোসেনকে পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, একই গ্রামের বিদেশ প্রবাসী হানিফার কন্যা শারমিন বেগমকে বছর তিনেক পূর্বে পার্শ্ববর্তী বাড়ীর আব্দুর রহিমের পুত্র মুক্তার হোসেনের সাথে বিয়ে দেয়। বিয়ের পর মেয়ের জামাই’র দাবির মুখে কন্যার সুখের কথা চিন্তা করে বিদেশ প্রবাসী হানিফা তার মেয়ের জামাই মুক্তার হোসেনকে আড়াই লক্ষ টাকা ব্যয় করে বিদেশে প্রেরণ করে। কিন্তু সে বিদেশে গিয়ে বছরাধিকাল চাকুরী করে দেশে ফিরে আসে। এরপর দীর্ঘ ৩ বছরের দাম্পত্য জীবনে শারমিনের গর্ভে একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। এই সময়ের মধ্যে মুক্তার হোসেন তার শ্বশুড় বাড়ী থেকে টাকা এনে দেয়ার জন্য শারমিনকে বার বার চাপ দেয়। প্রতিবারই শারমিন মায়ের নিকট থেকে ৫ হাজার ১০ হাজার করে টাকা এনে দিয়ে স্বামীর মন রক্ষা করে। স¤প্রতি মুক্তার হোসেন শারমিনের নিকট মোটা অঙ্কের যৌতুক দাবি করলে শারমিনের মা শাহানা পাল্টা তার কাছে বিদেশ পাঠানোর টাকা ফেরত দিতে বলে। এ ঘটনায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া ঝাটির এক পর্যায়ে গত শুক্রবার রাতে স্বামী-স্ত্রী দু’জনেই ঘরের দরজা লাগিয়ে শুয়ে থাকে। রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ শারমিনের চিৎকার শুনে পার্শ্ববর্তী রুমে ঘুমিয়ে থাকা শ্বশুড় শ্বাশুড়ী ও ভাশুর দেবররা ঘুম থেকে জেগে উঠে দ্রæত মুক্তার হোসেনের কক্ষে গিয়ে দেখে মারাত্মক রক্তাক্ত যখম অবস্থায় শারমিন কাতরাচ্ছে। সাথে সাথেই অবস্থা বুঝতে পেরে মুক্তার হোসেনের পিতা ও ভাইয়েরা তাকে ধরে পায়ে শিকল লাগিয়ে বারান্দার গ্রিলের সাথে তালাবদ্ধ করে এবং শারমিনকে দ্রæত নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পর হত্যাকারী মুক্তার হোসেনের পিতা ও ভাইয়েরা থানায় খবর দিয়ে পুলিশ এনে মুক্তার হোসেনকে সোপর্দ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন