রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লিচুর বাম্পার ফলন চাষির মুখে হাসি

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

নুরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া থেকে : চন্দ্রঘোনা পাহাড়ী এলাকায় দেশীয় লিচুর বাম্পার ফলন হয়েছে। দেশীয় লিচুর পাশাপাশি অনেকে চায়না-৩ নামের লিচুর চাষ করে ভাল ফলন পেয়েছেন। ফলে স্থানীয় বাজারগুলোতে লিচুতে সয়লাব হয়ে গেছে। এক শ্রেণীর বেপারীদের কারনে ফলন বেশী হওয়া সত্বেও সাধারণ মানুষকে বেশী দাম দিয়ে লিচু কিনে খেতে হচ্ছে। এ বছর একেকজন লিচু চাষী হাজার হাজার টাকা আয় করতে পারবে।
উপজেলার বিভিন্ন পাহাড়ী পতিত জমিতে বছরের পর বছর ধরে সুমিষ্ট দেশীয় লিচুর চাষ করা হচ্ছে। একেকটি লিচু গাছের বয়স ২৫ থেকে ৩০ বছর। তেমন কোন পরিচর্যা করতে দেখা যায়না এসব লিচু গাছের। পরিচর্যা করা হলে দ্বিগুন ফলন পাওয়া যেত বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। উপজেলার চেয়ারম্যান পাড়ার সুব্রত চাকমা (৩০) জানান, এক একর জমিতে ২০টি লিচুগাছ রোপন করেছে তার পিতা। এগুলোর একেকটির বয়স ২০ থেকে ৩৫ বছর। চলতি বছরে ৩০টি গাছের লিচু বিক্রি করে তিনি লক্ষাধিক টাকা আয় করতে পারবে বলে আশা করেন।
কামিলাছড়ি পাড়ার সাবিত্রি চাকমা রয়েছে ৩৫টি গাছ। এসব গাছ থেকে তিনি লক্ষাধিক টাকার লিচু বিক্রি করেছেন। তাদের মত একই পাড়ার কাজল কান্তি দেওয়ান, দয়ারাম চাকমা, সোনালিকা চাকমা, জ্ঞান প্রকাশ চাকমা, কালাচান চাকমা চলতি বছর লিচু বিক্রি করে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠার স্বপ্ন দেখছেন। এছাড়া উপজেলার জীবতলী, নাভাঙ্গা, বরাদম, রাইখালী, ওয়া¹া ইউনিয়নেও প্রচুর পরিমানে লিচুর ফলন হয়েছে। এদের মধ্যে অনেকে লিচু বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন বলে জানান। লিচুচাষীদের সাথে আলাপকালে জানা যায়, প্রতিদিন কাপ্তাই নতুন বাজারে প্রায় হাজার হাজার লিচু সরবরাহ হচ্ছে। দেশীয় প্রজাতির প্রতি একশ’ লিচু তারা ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি করছে। চায়না-৩ লিচু প্রতি একশ ২০০-৩৫০ টাকা বিক্রি হচ্ছে। লিচুচাষীরা আরো জানান, এ এলাকায় লিচু সংরক্ষনের কোন ব্যবস্থা নেই। যে হারে এলাকায় লিচু সহ অন্যান্য মৌসুমী ফলের উৎপাদন হয়-তা সংরক্ষনের ব্যবস্থা না থাকায় বিপুল পরিমান ফল নষ্ট হয়ে যায়। এতে চাষীরা ক্ষতিগ্রস্থ হয়। তেমনি সংরক্ষনের ব্যবস্থা থাকলে কৃষকরা আর্থিকভাবে আরো বেশী লাভবান হতো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন