শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রিপন হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়নগঞ্জ) উপজেলা সংবাদদাতা : উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রিপন হত্যা মামলার রায় ঘোষনা করেছে দ্রæত বিচার ট্রাইব্যুনাল-৪। রায়ে ২ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বেকসুল খালাস দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে দ্রæত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সরদার এ আদেশ দেন। মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন শহীদ ও রাসেল। এছাড়া বেকসুল খালাসপ্রাপ্ত আসামিরা হলেন দুদুমিয়া, হারুন, ইসলাম, রহমান সরকার, শামীম, সুরুজ্জামান, মিন্টু, অলিউল্লাহ, শাহীন ফজল ও পারভেজ। আদালত সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজাফ্ফর আলী’র ছেলে যুবলীগ নেতা রিপন ২০১২ সালের ৭ জুন স্থানীয় সন্ত্রাসীদের হাতে নৃশংস ভাবে খুন হয়। পরে রিপনের বাবা মুক্তিযোদ্ধা মুজাফ্ফর বাদী হয়ে স্থানীয় গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে জাকির হোসেনকে প্রধান আসামি করে ১৫ জনের নামে একটি হত্যা মামলা করে। সেই মামলাটি দ্রæত বিচার ট্রাইব্যুনালে যাওয়ার পর দীর্ঘ দিন ধরে স্বাক্ষ গ্রহন ও যুক্তিতর্ক শেষে সোমবার সকালে ১০জন আসামির উপস্থিতিতে দ্রæত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সরদার এ মামলার রায় ঘোষনা করেন। এ মামলায় বাকি তিন সুরুজ্জামান, মিন্টু ও পারভেজ পলাতক রয়েছে। এর আগে গত ৪ মে হারুন, ইসলাম, রকমান, অলিউল্লাহ, রাসেল ও শাহীনের জামিন নাকচ করে জেল হাজতে প্রেরণ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন