শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

প্রধান শিক্ষক পদ নিয়ে সৃষ্ট দ্ব›েদ্ব শিক্ষক প্রহৃত

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

আরিচা সংবাদদাতা : মানিকগঞ্জের শিবালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি শিবালয় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনকে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আশরাফুল আলম (রাজা) মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, শিবালয় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড একাডেমীর প্রধান শিক্ষক পদ নিয়ে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলে আসছে। দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিনকে প্রায় তিন বছর আগে স্কুল থেকে বহিস্কার করে স্কুল পরিচালনা কমিটি। ওই কমিটি’র মেয়াদ শেষ হওয়ার পর, নতুন কোন কমিটি গঠিত না হওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বারা স্কুলটি পরিচালিত হয়ে আসছিল। গত জানুয়ারিতে বহিস্কৃত প্রধান শিক্ষককে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ভবিষৎ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে পুনঃর্বহাল করেন। অদ্যবাদি নতুন কোন কমিটি গঠিত হয়নি। এমতাবস্থায় কে প্রধান শিক্ষক তা নিয়ে দ্ব›দ্ব চলে আসছে। উভয় পক্ষ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি চালাচালি ও পাল্টাপাল্টি অভিযোগ চলছিল। এরই মধ্যে গত রোববার একজন শিক্ষার্থী প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে মোঃ আফজাল হোসেনের কাছে প্রশংসাপত্র নিতে এলে ওই প্রশংসাপত্রে স্বাক্ষর দিতে বাধা দেন সহকারী শিক্ষক মোঃ আশরাফুল আলম (রাজা)। প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ে মারমুখি হয়ে উঠে। এ সময় মোঃ আফজাল হোসেন ওই শিক্ষক দ্বারা বেদম প্রহারের শিকার হন। স্কুলের অন্যান্য শিক্ষকরা তাকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন