রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মুক্তিপণ দাবিতে ৫ জেলে অপহৃত

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে পশ্চিম সুন্দরবনের গহীনে মান্দার বাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে ৫ লাখ টাকা মুুক্তিপণ দাবিতে ৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু বড়ভাই বাহিনীর সদস্যরা। এ সময় তাদের ব্যবহৃত ৩টি নৌকা, আহরিত মাছ ও জাল সহ আনুসাঙ্গিক জিনিসপত্র লুট করে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জেলেদের অপহরণ করে ওই বাহিনীর সদস্যরা। অপহৃত জেলেরা হলো-শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে মজিদ আলীর ছেলে করিম, টেংড়াখালী গ্রামে হোসেন গাজীর ছেলে বাসার গাজী, পার্শ্বেখালি গ্রামে সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর এবং একই গ্রামের আজগার সরদারের ছেলে সাঈদ সরদার ও আনিসুর শেখের ছেলে হোসেন শেখ। অপহৃত জেলেদের বরাত দিয়ে পার্শ্বেখালি গ্রামের হযরত শেখের ছেলে শাহাজান জানায়, গত ১৩ মে কৈখালি বন অফিস হতে ৪৬ নং পাস নিয়ে জেলেরা সুন্দরবনে মান্দার বাড়িয়া সংলগ্ন কয়লার দুনে এলাকায় মাছ ধরার সময় বড়ভাই বাহিনী অতর্কিত হামলা চালিয়ে জেলেদের জিম্মি করে। এসময় তাদের ব্যবহৃত ৩টি নৌকা, আহরিত মাছ ও জাল সহ আনুসাঙ্গিক জিনিসপত্র লুট করে। সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মাকসুদ আলম বলেন, জেলে অপহরণের বিষয় কেউ অভিযোগ করেনি বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন