রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কেশবপুরে মাঠ দিবস

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা : যশোরের কেশবপুরে চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পিয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের উদ্যোগে বারি সরিষা-১৪ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলার বাকাবরর্শী গ্রামের চাষী মোদাব্বের হোসেনের জমির সরিষা কর্তনের ওপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। চাষী আব্দুল হামিদ গাজীর সভাপতিত্বে মাঠ দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচএম আমীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মুনীর হোসেন, সহকারি স¤প্রসারণ কর্মকর্তা আব্দুল মান্নান। অন্যদের মধ্যে পাঁজিয়া ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা মনজুর রহমান খান, প্রকাশ চন্দ্র বিশ্বাস, আবু মোহাম্মদ, চাষী মোদাব্বের হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন