রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাঁদা না পেয়ে কৃষকের চার শতাধিক কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটে চাঁদার টাকা না পেয়ে অসহায এক কৃষকের কলা ক্ষেতের চার শতাধিক কলাগাছ কেটে ফেলেছে সংবদ্ধ দুর্বৃওের দল। ক্ষতিগ্রস্থ কৃষক স্থানীয় চেয়্যারম্যানকে নালিশ করে প্রতিকার না পেয়ে আদালতে মামলা করে আসামিদের হুমকিতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। মামলা সূত্রে জনা যায়, সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বনখুর গ্রামের জনৈক কৃষক মোঃ আব্দুর রহিম তিন বছর পূর্বে তারই প্রতিবেশী মোফাজ্জল মাস্টারের কাছে প্রায় এক একর জমি বন্ধক নিয়ে কলা চাষ করেন। কলা চাষের পর থেকেই সংঘবদ্ধ চক্ররের বনখুর গ্রামের মোজামের পুত্র আনতাজুল, নুর মোহাম্মদের পুত্র লালচাঁন, আনতাজুলের পুত্র আমিনুল এবং বড়তাজপুর গ্রামের হাসান আলীর পুত্র ইয়াসিন আলী ও গতন শহর গ্রামের গফুরের পুত্র শাহিনুর একলক্ষ চাঁদা দাবি করে। তাদেরকে চাঁদার টাকা না দেওয়াই সোমবার দিবাগত রাতে উল্লেখিত সংবদ্ধ দুর্বৃত্তের দল জমিতে গিয়ে কলা বেড় হওয়ার উপক্রম হয়েছে এমন চারশতাধিক কলার গাছ কেটে ফেলে। বিষয়টি স্থানীয় চেয়্যারম্যান ও মেম্বারদের নালিশ করে প্রতিকার না পেয়ে গত ৪ চার মে জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন। মামলা করার পর থেকেই আসামিরা মোবাইল ফোনসহ বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিচ্ছে এবং তারা তার বাড়িওত গিয়ে তাকে খোঁজাখুঁজি করছে। আসামিদের হুমকিতে প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেরাচ্ছে ওই নিরহ কৃষক। এতেও দুর্বৃত্তরা খান্ত না হয়ে মোবাইল ফোনে আজিজুল ও মজনু নামে দুই ব্যাক্তি হুমকি দিচ্ছে। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আইয়ুব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে, তবে এ ব্যাপারে আরোও কিছু বিষয় তদন্তের প্রয়োজন আছে। পূর্ণাঙ্গ তদন্ত করে আদালতে রিপোর্ট পেশ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন