রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ছাতকে দু’গ্রামবাসীর সংঘর্ষেনিহত ২ আহত অর্ধশতাধিক

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে ভূমি নিয়ে বিরোধে দু’গ্রামবাসীর সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় হাফেজ আবু সাইদ (২৫) নিহত ও দৌড়ে সংঘর্ষস্থলে আসার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ফুরকার আলী (৫৫) নামের অপর এক ব্যক্তি। এসময় আহত হয়েছে দু’পক্ষের অর্ধশতাধিক লোক। এ ঘটনায় পুলিশ ৭ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গতকাল বৃস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার জাউয়াবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হাফেজ আবু সাইদ জাউয়া ইউপির হাবিদপুর গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র ও মৃত ফুরকান আলী বিনন্দপুর গ্রামের মৃত অইছত উল্লার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, একখন্ড ভ‚মি নিয়ে দীর্ঘদিন ধরে জাউয়া লক্ষণসোম-কুনাপাড়ার কবি আব্দুল ওয়াহিদও হাবিদপুর গ্রামের আব্দুল কাহারের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এরই জের ধরে ঘটনার সময় দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আব্দুল কাহারের সমর্থক হাফেজ আবু সাইদসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আবু সাইদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের সিলেট, ছাতক কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে সংঘর্ষে দৌড়ে আসার পথে ফুরকান আলী নামের এক অপর ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এরিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭জনকে আটক করা হয়েছে। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন