রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভালুকায় মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় স্থানীয় চাপরবাড়ি দাখিল মাদরাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাদরাসা মিলনায়তনে শিক্ষক-শিক্ষিকাদের নিজস্ব অর্থায়নে ৭০জন ছাত্র ছাত্রীদের মাঝে উপবৃত্তি হিসেবে নদগ অর্থ প্রদান করা হয়। এ সময় মাদরাসা সুপার মোঃ মোবাশ্যারুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য বীব মোক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজ উদ্দিন খান, জুবেদ আলী শেখ, এমরান হোসেন, মাদরাসা সহ-সুপার মাওলানা আব্দুল মোতালেব, সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন, ফাইজুল ইসলাম, জসিম উদ্দিন খান, আব্দুল কাদির সহ মাদরাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
মেহেরপুরে ফ্রেশ সিমেন্টের সেমিনার অনুষ্ঠিত
মেহেরপুর জেলা সংবাদদাতা : মেহেরপুরে মেঘনা গ্রæপের উৎপাদিত পন্য ফ্রেশ সিমেন্ট-এর গুণগত মান তুলে ধরাসহ বিভিন্ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের কমিউনিটি সেন্টারে সেমিনারে সভাপতিত্ব করেন ফ্রেশ সিমেন্টের জিএম প্রকৌশলী গোপাল কৃষ্ণ বাগচী। প্রধান অতিথি ছিলেন গণপূর্ত বিভাগের প্রজেক্ট ডিরেক্টর শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এলজিডির নির্বাহী প্রকৌশলী আজিমদ্দিন সরদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আজসল হক, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তানভীর আহমেদ প্রমুখ। সহকারি ম্যানেজার রাজিব আহমেদ -এর সঞ্চালনায় এবং নাজিম উদ্দিনের তত্ত¡াবধায়নে সেমিনারে জেলা সিমেন্ট ব্যবসায়ী, ডিলারসহ বিভিন্ন এলাকার লোক উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন