রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাঁদা না দেয়ায় দেয়াল ভেঙ্গে ফেলল সন্ত্রাসীরা

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বলরামপুর বাজার এলাকায় পৈত্রিক জায়গার ওপর ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ কাজের চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা নির্মাণাধীন প্রায় ২০ ফুট দেয়াল ভেঙ্গে ফেলেছে। তাদের হুমকি ও বাঁধার মুখে কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ ওঠেছে। অভিযোগে জানা যায়, উক্ত উপজেলার বলরামপুর গ্রামের মৃত শাহেদ আলী সরকারের ছেলে আল-আমিন ও মৃত আয়নাল সরকারের ছেলে তাজ উদ্দিন কয়েক দিন আগে ওই বাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের জন্য আধাপাকা ঘরের কাজ শুরু করেন। এ কাজের শুরু থেকে স্থানীয় ইসলামগং বাঁধাদান ও চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় গত বুধবার সন্ধ্যার দিকে সন্ত্রাসীরা ওই নির্মাণাধীন দেয়াল ভেঙ্গে ফেলে। খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে, সন্ত্রাসীদের ভয়ে ভুক্তভোগী ওই পরিবারের পক্ষ থেকে মামলা করতে কেউ সাহস পাচ্ছে না। এ বিষয়ে কামারখন্দ থানার ওসি বাসুদেব সিনহা চাঁদা দাবির ঘটনা অস্বীকার করে বলেন, বাজার এলাকায় রাস্তা ঘেঁষে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করাকে কেন্দ্র করে ইসলামগং দেয়াল ভেঙ্গে ফেলেছে। এতে ্ভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন