শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রূপগঞ্জে ইউনিভার্সিটির বালু ভরাটে ৫০ লাখ টাকা দাবির অভিযোগ

পৌর কাউন্সিলরসহ চাঁদাবাজদের কাছে জিম্মি কৃষকরা

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে একটি ইউনিভার্সিটি নির্মাণ করার লক্ষ্যে বালু ভরাট করতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে স্থানীয় পৌর কাউন্সিলরসহ চাঁদাবাজরা। এ ঘটনায় এক সিরাজ খাঁন নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ১১ এর সদস্যরা। বৃহস্পতিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার দিঘুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসব চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে পড়েছে নিরীহ কৃষকরাও। সিরাজ মিয়া দিঘুলিয়া এলাকার মৃত হাজী মাইনুদ্দিন মিয়ার ছেলে। মামলার বাদী আবুল হোসেন জানান, তিনি উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলি এলাকায় ইউএস বাংলা ইউনিভার্সিটি (প্রস্তাবিত) ডেপুটি রেজিষ্টার হিসেবে কর্মরত আছেন। ইউএস বাংলা ইউনিভার্সিটি গড়ে তোলার লক্ষ্যে জমি ক্রয় করে ২০১৩ সাল থেকেই বালু ভরাটের কাজ চলছে কলাতলি এলাকায়। আর এ বালু ভরাটে মোটা অংকের চাঁদা দাবি করে বালু ভরাটে বাঁধা দিয়ে আসছে কাঞ্চন পৌরসভার কাউন্সিলর আইয়ুব খাঁন, তার বাবা সিরাজ মিয়া। প্রায় সময়ই সন্ত্রাসীদের দিয়ে হত্যাসহ নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করে আসছে। গত ১৬ই মে ইউনিভার্সিটি নির্মাণ করার লক্ষ্যে ইট, বালুসহ কনষ্ট্রাকশনের জন্য উন্নয়নমূলক মালামাল আনা হয়। সেখানে কাজ চলাকালীন সময়ে চাঁদাবাজ কাউন্সিলর আইয়ুব খাঁন, তার বাবা সিরাজ মিয়াসহ মোমেন, কামালসহ তাদের লোকজন ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় ইটবহনকারী চালককে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ থানায় চাঁদাবাজদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশ) সাজ্জাদ হোসেন জানান, মামলা দায়েরের পর থেকেই আসামীরা পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিত্বে আসামী সিরাজ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, পৌর কাউন্সিলর আইয়ুব খাঁনের এক সময় পেশা ছিলো মাছ ধরার। মাছ ধরে বাজারে বিক্রি করে তার সংসার চলতো। কয়েক বছর ধরে তিনি দিঘুলিয়া, কলাতলি, নোয়াগাঁওসহ আশ-পাশের এলাকায় সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করেছেন। এসব সন্ত্রাসী বাহিনী দিয়ে স্থানীয় নিরীহ কৃষকদের জমি-জমা জবরদখল করে বালু ভরাট করে ফেলেছে। পরে দিয়ে না দিয়ে রেজিষ্ট্রি করে এবং প্রতারণা করে এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। তবে, এ ব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর আইয়ুব খাঁন, তার বাবা সিরাজ মিয়াসহ অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন