শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কেরানীগঞ্জে অপহৃত শিশু উদ্ধার আটক ২

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা নামাবাড়ি এলকাকা থেকে তিন মাসের এক শিশু অপহরণের ১দিন পর গোলামবাজার হাবিবের বাড়ি থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় অপহরনকারীসহ দুই জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুটির নাম কিনারা ইসলাম (৩মাস)। তার বাবার নাম শওকত কল্লোল এবং মায়ের নাম রিতু ইসলাম। আটককৃতরা হলো- অপহরনকারী মোঃ সুমন (২৫) ও তার বন্ধু মোঃ পাভেজ(২৬)। র‌্যাব সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা নামা বাড়ি আবাসিক এলাকায় একটি ভবনের ৭ম তলার বাসা থেকে কৌশলে মোঃ সুমন নামে এক যুবক তিন মাসের শিশু কিনারা ইসলামকে অপহরণ করে গোলাম বাজার এলাকায় হাবিবরে বাড়ির ভাড়াটিয়ে মোঃ পারভেজ নামে অপর যুবকের বাসায় রাখে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব জিনজিরা নামাবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাত ৮টায় অবস্থান নেয়। অপহৃত কিনারা ইসলামদের বাসার অদুরেই পুরাতন ফ্রিজ মেরামতের একটি দোকান থেকে অপহরণকারী মোঃ সুমনকে আটক করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা পরে রাত সাড়ে ১১টায় সুমনকে সাথে নিয়ে গোলাম বাজার এলাকায় জৈনক হাবিবের বাড়িতে র‌্যাব অভিযান চালায়। এসময় র‌্যাব বাড়ির ভাড়াটিয়ে সুমনের বন্ধু পারভেজের রুম থেকে কিনারা ইসলামকে উদ্ধার ও পারভেজকে আটক করে। অপহরণকারী সুমন পুরাতন ফ্রিজ মেরামতের দোকানে মিস্ত্রির কাজ করে। কিনারা ইসলামের বাবা শওকত কল্লোল একটি ঔষধ কোম্পানীতে চাকুরি করেন। তবে আটক সুমন কিনারা ইসলামের মায়ের পুর্ব পরিচিত বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন