শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সীমানা নির্ধারণ জটিলতায় সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের তফসিল স্থগিত

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নং কাপাসিয়া ইউনিয়নের নির্বাচনী তফসিল স্থগিত করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বিভাগের বিচারপতি ময়নুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবির চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই ইউনিয়নের সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল স্থগিতের আদেশ দেন। এর আগে কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের মৃত কিয়ামত উল্লাহ্র পুত্র কাজিম উদ্দিন সরকার ইউনিয়নের সীমানা নির্ধারণের জন্য গত বছরের ২ ডিসেম্বর হাইকোর্ট বিভাগে একটি আবেদন করেন। বিচারপতি ময়নুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ১১৫৪৪/১৫ নং পিটিশনটি শুনানী অন্তে গ্রহণ করে রুল জারি করেন। এরপর গত ২৮ ফেব্রুয়ারি ১৬ তারিখে হাইকোর্ট বিভাগের বেঞ্চটি সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত ওই ইউনিয়নের নির্বাচনী তফসিল স্থগিতের আদেশ দেন। উল্লেখ্য, সুন্দরগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১৪ ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়। সে মোতাবেক গত ২ মার্চ ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ আসনে মোট ৮৮৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় হরিপুর ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়নি। অপরদিকে মহামান্য হাইকোর্ট সীমানা নির্ধারণ না হওয়ায় কাপাসিয়া ইউনিয়নের তফসিল স্থগিত করেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত ইউএনও হাবিবুল আলম জানান, কাপাসিয়া ইউনিয়নের তফসিল স্থগিতের কোন কাগজ পত্র এখনো পাওয়া যায়নি। রিট আবেদনকারী কাজিম উদ্দিন সরকার জানান, শুক্রবার ও শনিবার অফিস বন্ধ থাকার কারণে হয়তো কাগজ পত্র পায়নি স্থানীয় নির্বাচনী কর্তৃপক্ষ। কিন্তু অফিস খোলা মাত্রই হয়তো কাগজপত্র পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন