ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সাবেক সেনা প্রধান পারভেজ মোশারফ দাবি করেছেন, আজমল কাসাভের থেকে বড় সন্ত্রাসী কুলভূষণ যাদব। পাকিস্তানের এআরওয়াই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কাসাভ ছিল শুধুমাত্র পণবন্দি। অন্যদিকে ভারতীয় নাগরিক যাদব গুপ্তচর। এখানে মানুষও খুন করেছে যাদব। পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়াচ্ছিল সে। মোশারফ মনে করেন, আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। যাদব দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকারক। মোশারফের দাবি পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কারো কোনো মন্তব্য করা অধিকার নেই। এআরওয়াই নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন