শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভাঙ্গায়, দৈনিক অবজারভারের, প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মে, ২০২২, ৫:১৮ পিএম

আহত সাংবাদিক তুরান এবং থানায় এজাহারের কপি


ফরিদপুর ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে,,জাতীয় দৈনিক অবজারভার,, পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান তুরানের উপর হামলা চালিয়েছে একদল দুস্কৃতকারী। এ সময় তুরান মাথায় আঘাত প্রাপ্ত হন।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে দশটার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সংলগ্ন রাস্তার উপর এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ভাঙ্গা থানায় এজাহার করেছেন সাংবাদিক তুরান। হামলার শিকার সাংবাদিক মাহমুদুর রহমান তুরান গনমমাধ্যম কে জানান, প্রতিদিনের ন্যায় বাসা হইতে সে মোটরসাইকেল নিয়ে হাসপাতালের সামনে আসা মাত্র এলাকার দুস্কৃতকারী ওমর মোল্লা,রতন মোল্লাসহ ৭/৮ জন পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুস্কৃতকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তারা হুমকি দিয়ে জানায়,যে ভবিষ্যতে ভাঙ্গা হাসপাতালের ফকির ডাক্তারের বিরুদ্বে কোন লেখালেখি করলে কঠিন পরিনতি হবে। মাহমুদুর রহমান তুরান আরও বলেন, বর্তমানে দায়িত্বরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মোহসিন উদ্দিন ফকির স্থানীয় দুষ্কৃতকারীদের সাথে নিয়ে নানা অপকর্ম করে যাচ্ছে। তার এহেন কর্মকান্ডে তথা ডাক্তারের কুকীর্তি তুরানসহ বহু মিডিয়ায় তুলে ধরায় আমার উপর ক্ষিপ্ত হয়ে দুস্কৃতকারিদের দিয়ে হামলা চালিয়েছে। এদিকে এ ঘটনার ভাঙ্গা থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এদিকে হামলার ঘটনায় সাংবাদিক সমাজ সহ সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্যযে ,ভাঙ্গা হাসপাতালের এই দুর্ণীতিবাজ কর্মকর্তা ডা: মহাসিন উদ্দিন ফকিরের বিরুদ্ধে জাতীয় পত্রিকায় সংবাদ প্রচার হয় ,তিনি বিভিন্ন বিল ভাউচার স্কীমের টাকা আত্মসাৎ করে,সরকারি গাড়ি ব্যবহার করে বিভিন্ন হাসপাতালে সিজার করেন,্এই বিষয়গুলো নিয়ে স্থানীয় সংবাদকর্মীরা বিভিন্ন সময় সংবাদ পরিবেশন করলে তিনি সংবাদ কর্মিদের নামে আইসিটি আইনে মামলা করেন।

এ প্রতিনিধির সাথে কথা ভাঙ্গা থানা অফিসার ইনচার্জের তিনি গনমমাধ্যম কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত করে ব্যবস্হা নিবো।

কথা হয়,ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্মের ডাঃ মহসিন ফকিরের সাথে, তিনি গনমমাধ্যম কে জানান, তুরানের সাথে আমার কোন সমস্যা নেই। আগে দুই সাংবাদিক আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ করছেন, বকা বাজি করছেন, তাদের বিরুদ্ধে আমি মামলা দিয়েছি মামলা চলমান। তুরান ভাল ছেলে তার সাথে আমার কোন দ্বন্দ্ব নাই। যারা ঘটনা ঘটিয়েছে তারা নিজে থেকে তো কত কিছু বলতে পারে এটা আমার বিষয় নয়।

কথা হয় ভাঙ্গা সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) ফাহিমা কাদেরের সাথে, তিনি গনমমাধ্যম কে জানান, ঘটনাটি অনলাইনে দেখেছি,লিখিত অভিযোগ থানায় আসছ,সাংবাদিক তুরানও বিষয়টি আমাকে অবগত করছেন।

এই বিষয় কথা বলতে ফোন করা হয়, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজীম উদ্দীনের সাথে, তিনি ঘটনায় দুঃখ প্রকাশ করে বলে যারাই ঘটনা ঘটাক পুলিশ তদন্ত করে নিশ্চই ব্যবস্হা নিবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন