গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামে রোববার দিবাগত রাতে সন্ত্রাসী হামলায় রেস্টুরেন্ট ব্যবসায়ী রমজান সরদার (৩০) আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার আগত রমজান সরদারের পারিবারিক সুত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রতিদিনের ন্যায় পোরোটার খামি তৈরি জন্য তার রেস্টুরেন্টে রওনা দেয়। পথিমধ্যে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পিছন থেকে কাপড় দিয়ে তার মুখ বেধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পার্শ্ববর্তী কসবা সরদার বাড়ি জামে মসজিদের পাশে ফেলে যায়। রাত সাড়ে ১১টার দিকে এক ভ্যান চালক দেখে ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে রমজানকে উদ্ধার করে। আহত রমজানকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন