বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাঙ্গুনিয়ায় পৃথক অগ্নিকান্ডে ২৬ দোকান ঘর ভস্মীভূত

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : রাঙ্গুনিয়া কোদালা ইউনিয়নে পৃথক অগ্নিকান্ডে ২০টি বসতবাড়ি ও ৬টি দোকান সম্পূর্ণ ভস্মীভ‚ত হয়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধোপাঘাটে ক্ষতিগ্রস্তরা হলেন স্বপন কান্তি দে, প্রকাশ কান্তি দে, বিমল কান্তি দে, মিলন কান্তি দে, দুলাল কান্তি দে, খোকন কান্তি দে, সাধন কান্তি দে, রাজিব কান্তি দে, চন্দন কান্তি দে, সুজন কান্তি, বিটু কান্তি, বাদশা, রুহিনী কান্তি দে, নির্মল কান্তি দে, হৃদয় কান্তি দে, প্রদীপ কান্তি দে, নীলিমা রাণী দে, উত্তম কান্তি দে ও ডালিম কান্তি দে। জানা যায়, উপজেলার কোদালা ইউনিয়নের গোপালপুরা সন্দীপপাড়ায় গত শুক্রবার বিকালে জনৈক বেকারী দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ৬টি দোকানঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়। একই ইউনিয়নের ধোপাঘাট ব্রাক্ষণ পাড়ায় রাত সাড়ে ৯টায় তপন কান্দি দে এর বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। রাঙ্গুনিয়া ও কাপ্তাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন