শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গণধর্ষণ মামলার দশ দিনেও গ্রেফতার হয়নি আসামিরা

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : খাবারের স্যালাইনের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে পরিবারের সবাইকে খাওয়ানোর পর গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে বারহাট্টা থানায় মামলা দায়েরের ১০ দিন অতিবাহিত হওয়ার পরও অদ্যাবধি কোন আসামী গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে ভিকটিমের পরিবারের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। মামলার প্রাথমিক বিবরণীতে প্রকাশ, বারহাট্টা উপজেলার বাখরা গ্রামের আনোয়ার হোসেনের সাথে পাশ্ববর্তী চাট্টা গ্রামের আবুল কাশেম, বাখরা গ্রামের মাসুদ ও সেলিমের পূর্ব পরিচয়ের সূত্র ধরে তাদের বাড়ীতে আসা যাওয়া করতো। তার ছোট বোন জামাইয়ের বাড়ী থেকে কয়েক দিনের জন্য বাপের বাড়ীতে বেড়াতে এসেছে। গত ৮ মে দিবাগত রাতে উল্লেখিত তিন জন খাবার স্যালাইন, চানাচুর ও মুড়ি নিয়ে তাদের বাড়ীতে গিয়ে খাবার স্যালাইনের সাথে চেতনানাশক কোন ধরনের ওষুধ মিশিয়ে বাড়ীর সবাইকে কৌশলে খাওয়ায়ে অচেতন করে বেড়াতে আসা গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিমের বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে উল্লেখিত তিনকে আসামী করে গত ১০ মে বারহাট্টার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার ১০ দিন অতিবাহিত হয়ে গেলেও অদ্যাবধি কোন আসামী গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে ভিকটিমের পরিবারের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। অপরদিকে আসামী পক্ষের লোকজন বাদী ও তার পরিবার সম্পর্কে নানা ধরনের কটুক্তি, লোক মারফত ভয়ভীতি প্রদর্শণ ও মামলা তুলে না নিলে দেখে নেয়ার হুমকির প্রেক্ষিতে বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ সালেমুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন