ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বড় ভাই আনিছর রহমান (৫০)। গত শুক্রবার সন্ধ্যায় ঘাটাইল উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ব্যাপারে ৭ জনকে আসামী করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, ঘাটাইল উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামের মো. আনিছুর রহমানের সাথে তার ছোট ভাই মো. গণিজ মিয়ার দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার সকালে বাড়ির বিরোধীয় সীমানার পরিমাপের কাজ চলার সময় দুই ভাইয়েরর মধ্যে কথা কাটাকাটি হয়। পুনরায় সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে গণিজ মিয়া তার স্ত্রী সন্তানদের নিয়ে বড় ভাই আনিছুর রহমানের ওপর চড়াও হয়। তারা আনিছুরকে লাঠি দিয়ে বেদম মারপিট করে এবং গলাচেপে ধরলে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গণিজ মিয়ার ছেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শেষ বর্ষের ছাত্র মো. শহিদুল ইসলাম ও তার ভাই মো. সাইফুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করে। রাতে গনিজ মিয়ার স্ত্রী হেনা বেগমকে আটক করা হয়। রাতে নিহত আনিছুরের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে ৭ জনকে আসামী করে এ ব্যাপারে ঘাটাইল থানায় একটি হত্যা দায়ের করেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, নিহত আনিছুরের লাশ ময়না তদন্তের জন্য গতকাল শনিবার সকালে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আটককৃত তিন আসামীকেও টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন