শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ট্রান্সফর্মার বিকল হওয়ায় পানি সঙ্কটে বরেন্দ্র প্রকল্পের শতাধিক পরিবার

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোর শহরের দিয়ারভিটা-বড়ভিটা এলাকায় বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের আওতাধীন সেচ পাম্পের ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় ৬ দিন ধরে পানি সংকটে পড়েছে শতাধিক পরিবার। গত ১৫ মে সোমবার রাতে ঝড়ের সময় বজ্রপাতে সেচ পাম্পের ট্রান্সফর্মারটি বিকল হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, এ ব্যাপারে পিডিবি’র (নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ) সাথে যোগাযোগের পর তারা সংযোগটি চালু করে দিলেও ট্রান্সফর্মারটি বিকল হয়ে যাওয়ায় সেচ পাম্পটি চালু হয়নি। এ ব্যাপারে পিডিবি বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের সাথে যোগাযোগ করতে বলে। এলাকার কৃষক সমবায় সমিতির সভাপতি আলিউজ্জামান জানান, তিনি বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের সহকারি প্রকৌশলী আহসানুল করিমকে বিষয়টি জানিয়েও কোন ফল পাননি। এ ব্যাপারে সহকারি প্রকৌশলী আহসানুল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আগামিকাল রোববার মধ্যে ট্রান্সফর্মারটি পরিবর্তন করা সম্ভব হবে বলে আশা করছি। এদিকে সেচ পাম্পটি বিকল থাকায় শতাধিক পরিবারের কয়েকশ’ মানুষ পানির তীব্র সংকটে পড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন