শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দুই মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে মৃত্যুর প্রায় ২ মাস পর ময়নাতদন্তের জন্য ইতি আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। গতকাল রোববার সকালে আদালতের নির্দেশ অনুযায়ী সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রুবায়েত হায়াত শিপলু’র নেতৃত্বে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা কবরস্থান থেকে গৃহবধূর লাশটি উত্তোলন করা হয়। গত ২৬ মার্চ গৃহবধূ মারা যায়। সোনারগাঁ থানার এসআই শাহ কামাল জানান, গত ২৬ মার্চ পিরোজপুর ইউপির মঙ্গলেরগাঁও গ্রামের আঃ মজিদের ছেলে সৌদি প্রবাসী ইয়াসিন ওরফে জুয়েলের স্ত্রী বন্দর উপজেলার জাঙ্গাল মালিবাগ এলাকার মল্লুক চাঁদের মেয়ে ইতি আক্তার হৃদরোগে করে মারা যায় বলে ইতির শশুর বাড়ির লোকজন জানায়। পরে দুই পরিবারের সম্মতিতেই ইতিকে শশুর বাড়ির এলাকার দুধঘাটা কবরস্থানে দাফন করা হয়। ইতির মৃত্যুর খবর শুনে কয়েকদিন পর তার স্বামী জুয়েল সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসে। এদিকে স্ত্রী ইতির মৃত্যুর ৪০ দিন না পেরুতেই তার স্বামী জুয়েল আরেকটি বিয়ে করে। এতে সন্দেহ হলে গত ২৫ এপ্রিল ইতির বড় বোন রোকসানা আক্তার নারায়ণগঞ্জ জেলা আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে ইতির স্বামী জুয়েল, শশুর-শাশুরী, দেবর-ননদ ও জুয়েলের দ্বিতীয় স্ত্রী শিলা আক্তারসহ ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ইতির মৃত্যুর ঘটনা তদন্তের জন্য নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উত্তোলনের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করে। আদালতের নির্দেশে রোববার সকালে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রুবায়েত হায়াত শিপলু’র উপস্থিতিতে সোনারগাঁ থানা পুলিশ কবর থেকে ইতির লাশটি উত্তোলন করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন