সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অপহরণের ১৪ দিন পর আহত অবস্থায় কিশোরী উদ্ধার

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা ; সুন্দরগঞ্জ থানা পুলিশ অপহরণের ১৪দিন পর আহত অবস্থায় অপহৃতাকে উদ্ধার করেছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে বালারছিড়া নামক স্থানে অজ্ঞান অবস্থায় পরে থাকা অপহৃতা আসরাত জাহান আখিকে উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছে পুলিশ। আসরাত জাহান আখি উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে পশ্চিম ছাপড়হাটী গ্রামের আয়নাল হকের কন্যা। সে ধর্মপুর আব্দুল জোব্বার ডিগ্রী কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। এমতাবস্থায় গত ৮ মে কলেজে যাওয়ার পথে আখিকে অপহরণ করা হয়। শেষ বিকাল পর্যন্ত আখি ওই দিন বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজির পর তার মেয়েকে অপহরণ করার সংবাদ পেয়ে আখির পিতা আয়নাল হক গত ১২ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭(৩০) ধারায় থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছে সাদুল্যাপুর উপজেলার হাটবামুনী গ্রামের নিরঞ্জন দাশের পুত্র নিপেন দাশ ও তার বন্ধু সুজন, শিপন, প্রদীপ এবং ভগ্নি চারুবালা ও ভগ্নিপতি রমেশ। হাসপাতালে চিকিৎসাধীন আখি ঠিকভাবে কথা বলতে পারছে না। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাবুল হোসেন জানান, আসামিদের গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধারের ব্যাপক চেষ্টা চলছিল। এরই মধ্যে লোকমুখে সংবাদ পেয়ে অপহৃতা আখিকে বালারছিড়া নামক স্থান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। আখির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ কর্মকর্তা আরো জানান, একটু সুস্থ্য হলেই ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করা হবে। তবে অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন