সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মহাসড়কে কৃষি পণ্য ফেলে প্রতিবাদ

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরদী (উপজেলা) উপজেলা সংবাদদাতা : ঈশ্বরদীতে মহাসড়কে কৃষি পণ্য ফেলে দিয়ে মানববন্ধন করেছেন কৃষকেরা। জানা যায়, উত্তরাঞ্চলে পরিবহন বন্ধ থাকায় মহাজনেরা স্থানীয় কৃষকের কাছ থেকে সবজি ক্রয় না করার প্রতিবাদে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের আমতলা সবজি আড়তের সামনে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কে কৃষি পণ্য ফেলে দিয়ে ৩০ মিনিট রাস্তা বন্ধ করে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি কেন্দ্রিয় কমিটির কৃষকেরা। কৃষির বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে মানববন্ধনে উপস্থি হন। মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করাতে দুধারে শত শত যানবাহন আটকে যানযটের সৃষ্টি হয়। মানব বন্ধন শেষে কৃষকেরা পথসভায় মিলিত হয়। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি কেন্দ্রিয় কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কূল ময়েজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমিতির সাধারন সম্পাদক জাতীয় কৃষক আব্দুল জলিল লিচু কিতাব, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক হাবিবুর রহমান মাছ হাবিব, জাতীয় সবজি পদক প্রাপ্ত কৃষাণী বেলি বেগম, সি আই জি উপজেলা সভাপতি মুরাদ মালিথা, আমিনুর রহমান শিম বাবু, সাইদার হোসেন কপি বাবু ও ফয়সাল আহমেদ। বক্তারা বলেন, কৃষকেরা কখনো অবরোধ, হরতাল, ভাঙচুর, জ্বালাও পোড়াও বিশ্বাস করেনা। রোদ বৃষ্টিতে ভিজে কৃষক মাঠে ফসল ফলিয়ে থাকে। অনেক সময় সেই ফসলের ন্যায্য মূল্য পায়না কৃষক। এর পরে মাঝে মধ্যে অবরোধ ও হরতালের কারণে কৃষকেরা নিঃশ্বেস। হঠাৎ করে উত্তরাঞ্চলে পরিবহন বন্ধ থাকায় মহাজনেরা স্থানীয় কৃষকের কাছ থেকে সবজি ক্রয় করছেন না। সবজি ক্রয় না করাতে ঢেঁড়স উত্তোলনের টাকাও উঠছেন। ঢেঁড়স উত্তোলন করে আড়তে আনার পর তা ফেলে দিতে হচ্ছে। অনেক সময় জমির ফসল জমিতে নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এভাবে দেশ চলতে পারেনা। কৃষক বাঁচাও দেশ বাঁচাও, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বক্তারা আরও বলেন, যানবাহনের মালিকেরা তাদের ইচ্ছে মাফিক গাড়ি ঘোড়া বন্ধ করে দেয়। এতে সাধারন মানুষের চাইতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়। কৃষি পণ্য ঢাকায় যেতে না পরলে দাম দ্বিগুন হয়ে যাবে। বন্ধ বন্ধের মধ্য দিয়ে কৃষকেরা তাদের কৃষি পণ্য ঢাকায় পাঠানোর জন্য কোন প্রকার ব্যবস্থা করলেও বড়াইগ্রামের রাজাপুরে স্থানীয় ব্যক্তিরা চাঁদাবাজি করছে এবং কৃষকদের মারধর করছে। এি বষয়ে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ জরুরী প্রয়োজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন