রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চুনারুঘাটের রেডস্পাইডার রোগে আক্রান্ত অধিকাংশ চা বাগান

উৎপাদন নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরা

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম

এস. এম. সুলতান খান, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে : চলতি মৌসুমের খড়ার শুরুতেই চুনারুঘাটের লস্করপুর ভেলীর চা বাগানগুলো মারাত্মক আকারে লাল মাকড়সা বা রেডস্পাইডার রোগে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি হেলোফেলটিস বা মশার আক্রমনও দেখা দিয়েছে পুরো চা এলাকা জুড়ে। ইতিমধ্যে বাগান কর্তৃপক্ষ মাকড়সা আক্রান্ত এলাকা চিহ্নিত করে ওষুধ ¯েপ্র করছেন এবং লাল নিশানা দিয়ে আক্রান্ত এলাকা থেকে পাতা উত্তোলন বন্ধ রেখেছেন। চলতি বছর আগাম বৃষ্টির কারণে চা বাগানগুলো উৎপাদনে যেতে পেরেছে মৌসুমের শুরুতেই। তাই তারা আশাবাদী ছিলেন চায়ের এবার বাম্পার ফলন হবে। কিন্তু মৌসুমের প্রথম খড়ায়ই উপজেলার ১৭টি চা বাগানের অধিকাংশ চা বাগানে মারাত্মক আকারে দেখা দিয়ে রেডস্পাইডার বা লাল মাকড়সা ও হেলোফেলটিস বা জাতীয় মশার আক্রমণ। এতে চায়ের উৎপাদন নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন চা সংশ্লিষ্টরা। সম্প্রতি সরেজমিনে উপজেলার চান্দপুর, চন্ডীছড়া, চাকলাপুঞ্জি ও আমু চা বাগান ঘুরে দেখা গেছে চা বাগানের কিছু দূর পর পরই রেড স্পাইডারের আক্রমণ। সবুজে সবুজে ভরা চা বাগানের মাঝে মাঝে লাল ও কালো বর্ণ আকার ধারণ করে আছে। এ অবস্থা ভেলীর ১৭টি চা বাগানের অধিকাংশ বাগানেই। এসব স্থানে চা বাগান কর্তৃপক্ষ লাল নিশানা দিয়ে ওই পাতা উত্তোলন নিষিদ্ধ করেছে। পাশাপাশি বাগান কর্তৃপক্ষ এসব স্থানে প্রতিরোধক ¯েপ্র করছেন। সাধারণত বর্ষায় খড়া দেখা দিলে এবং তাপমাত্রা বেশি হলে লাল মাকড়সা বা রেড স্পাইডার ব্যাপক হারে দেখা দেয়। বিশেষ করে তাপমাত্রা ২৫ ডিগ্রির বেশি হলেই এ রোগে আক্রান্ত হয় চা গাছ। এর পাশাপাশি বা এক প্রকার মশার আক্রমণ দেখা দেয় একই সঙ্গে। এতে চা বাগানের উৎপাদন ব্যাহত হয়। গত বছর লস্করপুর ভেলীর উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। চা শিল্পের ইতিহাসে ভেলীর ১৭টি চা বাগানে প্রায় ১ কোটি ৩০ লাখ কেজি তৈরি চা উৎপাদন হয়েছে। গত বছরের ধারাকে অব্যাহত রেখে চলতি বছরও অগ্রিম বৃষ্টি চা উৎপাদনের মৌসুমকেও এগিয়ে নিয়ে এসেছে। কিন্তু হঠাৎ রোগে এ আক্রমন চা সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে। তারা শ্রীমঙ্গলস্থ চা গবেষণা কেন্দ্রের পরামর্শ মোতাবেক রোগ প্রতিরোধে কাজ শুরু করে দিয়েছেন। এনটিসি মালিকানাধীন চন্ডীছড়া চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, চলতি মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হলেও তাপমাত্রা বেশি। এপ্রিলের শেষে এসে তাপমাত্রা বেড়ে গেছে। সাধারণত রাতে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা অত্যান্ত বেশি। তাই রেড স্পাইডার এবং হেলোফেলটিস রোগে আক্রান্ত হচ্ছে চা বাগান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন