বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পূর্ব শত্রুতার জেরে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষকের স্ত্রী, পুত্রসহ একই পরিবারে ৮জনকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে প্রতিপক্ষ। মিথ্যা মামলায় কৃষক শাহ আলমের স্ত্রী মিনারা বেগম ও পুত্র মোঃ আরিফ (২৬) কে গত সোমবার পুলিশ গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেছে। প্রতিপক্ষের হামলা ও পুলিশের গ্রেফতারের ভয়ে কৃষক শাহ আলম ও তার পরিবার বাড়ী ছেড়ে পালিয়ে গিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। জানা গেছে, ছাগলনাইয়ার উত্তর মন্দিয়া গ্রামের মৃত সোনামিয়ার পুত্র কৃষক শাহ আলমের (৫০) সঙ্গে একই বাড়ীর তাহের আহাম্মদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। কৃষক শাহআলম ও এলাকাবাসী জানায়, গত শনিবার রাত ৯টায় তাহের আহাম্মদের ঘর ভাংচুর লুটপাট, তার দু’পুত্র রেজাউল করিম ও আলী নেওয়াজকে মারধর ও স্ত্রী ময়না খাতুন সূরমাকে শ্লীলতাহানীর অভিযোগে গত রবিবার শাহ আলম তার স্ত্রী মিনারা বেগম, পুত্র পেয়ার আহাম্মদ, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ স্বপন, মোহাম্মদ রিপন, ও মোহাম্মদ লিটনসহ একই পরিবারের ৮জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২/৩জনকে আসামি করে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেন। গত সোমবার সরেজমিনে উত্তর মন্দিয়া গ্রামে তাহের আহাম্মদের বাড়ীতে গিয়ে লোকজনের সাথে কথা বললে তারা বিষয়টি সম্পূর্ণ সাজানো নাটক বলে এবং এ ধরনের কোন ঘটনাই ঘটেনি বলে সাংবাদিকদের জানান। এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোঃ ছালেহ জানান, তাহের আহাম্মদের সাথে শাহ আলমের জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। মারামারি বিষয়টি আমার জানা নেই। ঘটনাটি তদন্ত করে মিথ্যা প্রমানিত হলে মামলার ফাইনাল রিপোর্ট দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন