মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সুন্দরবনে ১১ মায়াবী হরিণ অবমুক্ত

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : দীর্ঘ দিন বন্ধী থাকার পর সুন্দরবনে অবমুক্ত করা হলো ১১ মায়াবী হরিণ। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা-রেঞ্জের কলাগাছিয়ায় টহল ফাঁড়িতে দর্শনার্থীদের জন্য এ হরিণ গুলো খাঁচায় বন্ধী রাখা হয়েছিল। তবে গতকাল মঙ্গলবার সাতক্ষীরা-রেঞ্জর সহকারী বন সংরক্ষক মোঃ মাকছুদুর রহমান কলাগাছিয়া টহল ফাড়ী এলাকায় বন্ধী দশা থেকে হরিণগুলো মুক্ত করেন। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মাকছুদুর রহমান বলেন, প্রতিদিন হরিণের জন্য পর্যাপ্ত খাদ্যের প্রয়োজন। খাদ্যের অভাবে যাতে হরিণগুলোনা মারা যায়, সে কারণে হরিণগুলো বনে অবমুক্ত করা হয়েছে। স্থানীয় অনেকে অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে একটি চক্র সাদা মাছের পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকার অব্যাহত রেখেছে। তারা কোন রকমে একটি হরিণ মারতে পারলে এর সাথে গরুর বাছুর সহ মরা গরুর মাংস মিশিয়ে দশটি হরিণের মাংস তৈরী করে বিক্রি করে থাকে এ চক্রটি। এ চক্রের এমনই একটি তালিকা রয়েছে সাতক্ষীরা জেলা প্রসাশকের নিকট। তবে এদের বিরুদ্ধে তেমন কোন আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় চক্রটির তৎপরতা বেড়েই চলেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন