মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় শ্লীলতাহানীর চেষ্টা

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে রেহেনা আক্তার (১৮) নামে এক কারখানা শ্রমিককে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। রেহেনা আক্তার ভোলা জেলার লাল মোহন থানার লটারিজ এলাকার শাহ-আলম শিকদারের মেয়ে। বর্তমানে উপজেলার শান্তিনগর এলাকার দুলাল মিয়ার ভাড়াটিয়া। কারখানা শ্রমিক রেহেনা আক্তার জানান, তিনি বরপা এলাকায় একটি মশারি কারখানায় কর্মরত রয়েছে। একই এলাকার রেজুয়ান দীর্ঘ দিন ধরে রেহেনা আক্তারকে কু-প্রস্তাব দিয়ে আসছে। কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সোমবার রাতে রেহেনা আক্তার কারখানা থেকে কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় লম্পট রেজুয়ান, শাহীন, হৃদয় মিলে তাকে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। রেহেনা আক্তারের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পটরা পালিয়ে যায়। এ ব্যপারে অভিযুক্তরা জানান, মোবাইল ও টাকা লেনদেন নিয়ে রেহেনা আক্তারের সঙ্গে তাদের পূর্ব বিরোধ ছিলো। ওই বিরোধের জের ধরেই তাদের বিরুদ্ধে মিথ্যা শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা দায়ের করেছে বলে তারা দাবি করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন