বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মঠবাড়িয়ায় জ্যৈষ্ঠের তীব্র দাবদাহ ও বিদ্যুৎ বিভ্রাটে স্থবির জনজীবন

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : গত প্রায় এক সপ্তাহ ধরে জ্যৈষ্ঠের তীব্র দাবদাহের সাথে চরম বিদ্যুৎ বিভ্রাটে মঠবাড়িয়া উপজেলার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ভ্যাপসা গরমে মানুষের দৈনন্দিন কাজকর্ম স্থবির হওয়ার উপক্রম হয়েছে। গরমে উপজেলার মানুষ ছাড়া সমগ্র প্রাণী কুলের অবস্থাও দুর্বিসহ হয়ে উঠেছে। নজির বিহীন ভ্যাপসা গরমে স্বস্তি নাই কোথাও। ঘর-বাহির সর্বত্রই যেন আগুনের হল্কা তাড়া করছে। বেলা যত বাড়ে তাপদাহও তত বাড়তে থাকে। দুপুর হলেই পৌর শহরসহ হাট-বাজারের রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যায়। এঅবস্থায় বাজারে আখের রস, তরমুজ, শসা ও ডাবের পানির কদর বেড়েছে। ফাস্ট ফুডের দোকান গুলোতে আইসক্রিম ও কোমল পানীয়র বিক্রি বেড়েছে কয়েক গুন। ব্যাবসায়িরাও এই সুযোগে মূল্য বাড়িয়ে দিয়েছে। উপজেলার বিভিন্ন স্থান থেকে ভাইরাস জ্বর, সর্দি ও কাশিসহ গরম জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশী। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডা. মোঃ বশির আহমেদের সাথে যোগাযোগ করলে হিট ষ্ট্রোক বা অন্য রোগে আক্রান্ত কোন রোগী হাসপাতালে আসেনাই বলে তিনি জানান। তিনি এই সময় রোদ ও ধুলাবালি থেকে দুরে থাকা, প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়া এবং নিরাপদ পানি পান করার পরামর্শ দিয়েছেন। গরমে শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। বিশেষ করে কোমল মতি শিশু শিক্ষার্থীরা রয়েছে প্রচন্ড স্বাস্থ্য ঝুকির মুখে। উপজেলার বাদুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ আল মামুন জানান, তীব্র তাপদাহে স্কুলে উপস্থিতি সংখ্যা কমে গেছে। দুপুরে কোমল মতি শিশুদের স্কুলে ধরে রাখা কঠিন বলে তিনি জানান। গরমের সাথে বিদ্যুৎ বিভ্রাটও চলছে সমান তালে। রোড শেডিংয়ের কোন নিয়ম কানুন নাই। সারাদিনে ২ ঘন্টাও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যায়না। দিনের পর রাতেও ঘন্টার পর ঘন্টা লোড শেডিং চলায় ঘুমহীন রাত কাটে মানুষের। বিদ্যুৎ বিভ্রাটের জন্য পল্লী বিদ্যুতের অবহেলা ও অযোগ্যত কে দায়ী মনে করে জনগণ। শুক্রবার বিকালে সোসাল জার্ণালিষ্ট গ্রæপ এবং সিয়াম মেমোরিয়াল ট্রাষ্টের ব্যানারে শত শত মানুষ পৌর শহরে মানব বন্ধন করে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। পল্লী বিদ্যুৎ থেকে আগামী ২ মাস পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট চলবে বলে শহরে মাইকিং করা হয়েছে। ধর্মপ্রান মুসলমানদের মনে আগামী রমজান মাসে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ দাবি করেছেন। এ ব্যাপারে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মোঃ গোলাম সরওয়ার মোর্শেদের সাথে ফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন