বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাভারের ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে এক ব্যাবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে সাভারের দক্ষিণ রাজাশন এলাকার টেইলার্স ব্যবসায়ী রেজাউল হকের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ওই বাড়ি থেকে নগদ দুই লক্ষ টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার ও কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। রেজাউল হক জানান, তিন তলা বাড়ির নিচ তলার ফ্ল্যাটের দরজা ভেঙ্গে ৮ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে আলমারী ভেঙ্গে নগদ দুই লক্ষ টাকা, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, একটি ক্যামেরাসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল লুটপাট করে। তখন বাধাদিতে গেলে তাকেসহ (রেজাউল করিম) তার স্ত্রী সুফিয়া আক্তারকে মারধর করে পালিয়ে যায়। এসময় ডাকাতরা ওই বাড়ির ফ্রিজ থেকে ফলমুল ও রান্না করা খাবার খেয়ে যান। অপরদিকে, রাজাশন এলাকায় মোহাম্মদ আলী নামের আরেক জনের বাড়ি থেকে প্রায় এক লক্ষ টাকার মালামাল লুটপাট করে ডাকাতরা। ডাকাতি হওয়ার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার
হরতাল অবরোধের সময় সড়কে নাশকতা সৃষ্টির অভিযোগে পরোয়ানাভুক্ত আসামি সাভার কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে সাভার পৌর এলাকার ব্যাংকলোনী মহল্লার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বিএনপির ডাকা হরতাল অবরোধের মহাসড়কে যানবাহন ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন সে পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। গোপন সূত্রে খবর পেয়ে রাতে নিজ বাসা থেকে পুলিশ সাইফুলকে গ্রেফতার করে। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন