গাজীপুর জেলা সংবাদদাতা : ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুলিশের বাধা ও বেষ্টনীর মধ্যে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতা কর্মীরা উপস্থিত হতে থাকলে পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে। মিছিল নিয়ে নেতাকর্মীদের রাস্তায় নামতে দেয়নি পুলিশ। পরে পুলিশী বেষ্টনীর মধ্যে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শিল্পপতি মোঃ সোহরাব উদ্দিন, বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, সাখাওয়াৎ হোসেন সবুজ, হান্নান মিয়া হান্নু, আব্দুস সালাম, সাবেক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবীর রাজু, নাহীন আহমেদ মমতাজী, সেলিম রানা, নাসির উদ্দিন নাসির, জাহিদ হোসেন, আতাউর রহমান মোল্লা, জাহাঙ্গীর হাজারী, ইঞ্জিনিয়ার ইদ্রিস খান, রায়হান আল মাহমুদ রানা প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন