মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বৌভাত অনুষ্ঠানে দই খেয়ে নারী ও শিশুসহ অসুস্থ ৪০ : আটক ১

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

কাশিয়ানী (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কাশিয়ানীতে বৌভাত অনুষ্ঠানে দই খেয়ে নারী ও শিশুসহ ৪০ জন অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দইয়ের দোকানদার পরিমল অধিকারীকে আটক ও ওই দোকান থেকে দই জব্দ করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার তারাইল গ্রামের গুরুপদ বিশ্বাসের বাড়ীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার বিকালে উপজেলার তারাইল গ্রামের গুরুপদ বিশ্বাসের ছেলে পলাশ বিশ্বাসের বৌভাত অনুষ্ঠানে আগত অতিথিদের দই খেতে দেয়া হয়। খাওয়ার পর কেউ কেউ বমি করতে শুরু করেন। আবার কারও পেটে ব্যথা, পায়খানা শুরু হয়। সন্ধ্যায় গুরুত্বর অসুস্থ হলে তাদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় বুধবার রাতে দইয়ের দোকানদার পরিমল অধিকারীকে আটক করে পুলিশ। এ সময় ওই দোকান থেকে বিপুল পরিমাণ দইও জব্দ করে পুলিশ। অসুস্থ্যদের মধ্যে কয়েকজন হলেন মোক্তার কাজী, হাবিবুর খান, নিরাপদ মজুমদার, লিলি বেগম, জয়ন্ত শ্বিাস, জোস্না বেগম, গোবিন্দ বিশ্বাস, মিটু মোল্যা, সুকুমার বিশ্বাস, জোস্না বিশ্বাস, প্রদীপ বালা, মালতি বিশ্বাস, নারোদ মজুমদার, পটু ফকির, তুলসী বিশ্বাস, বিশ্ব, রত্মা বিশ্বাস, মিরা বেগম, সরস্বতী, সাগর বিশ্বাস, মিনতি, সাগর বিশ্বাস, শামচুল হক, জুবায়ের মোল্যা, সৌরভ বিশ্বাস ও বর্ষা। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: ইকবাল খান জানান, ‘খাদ্যে বিষক্রিয়া থেকে এ ধরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ কাশিয়ানী রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দইয়ের দোকানদারকে আটক করা হয়েছে এবং তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন