সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মামলা করায় থানার সামনেই পিতা ও মেয়েকে কুপিয়ে জখম

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িঘরে হামলা-লুটপাট

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা
ছাগলনাইয়ায় বখাটেদের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করায় কলেজছাত্রী ও তার পিতাকে থানা গেইটের সামনেই প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। মুমূর্ষ অবস্থায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে নাজিম উদ্দিন (৩০) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ছাগলনাইয়া থানা গেইটের সামনে। মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা পূর্ব দেবপুর গ্রামের নুর ইসলাম আজমের কন্যা, আলহাজ আবদুল হক চৌধুরী বিশ^বিদ্যালয় কলেজের বিবিএস শেষ বর্ষের ছাত্রীকে (২৪) দীর্ঘদিন যাবত একই গ্রামের বাচ্চু মিয়ার বখাটে পুত্র রিপুল (২৮) কলেজে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। কলেজছাত্রীর পিতা আজম সম্প্রতি বখাটেদের উত্যক্ত করার প্রতিবাদ করে সামাজিক ভাবে বিচার চায়। এতে ক্ষিপ্ত হয়ে রিপুল তার সহযোগী নাজিম উদ্দিন (৩০) শরিফ (২২) ও রকিব (২০) সহ একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে গত বৃহস্পতিবার রাতে আজমের বাড়ী ঘরে হামলা ও লুটপাট করে। এ ব্যাপারে কলেজছাত্রী বাদী হয়ে গতকাল শুক্রবার সকালে ছাগলনাইয়া থানায় রিপুল, নাজিম ও রকিবসহ ৪ জন কে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশের কাছে সে ও তার পরিবারের নিরাপত্তা চায়। মামলা দায়ের করে সিএনজি যোগে বাড়ী ফেরার পথে থানা গেইটের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ েেপতে থাকা রিপুলের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী প্রকাশ্যে দিবালোকে তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে আজমের মাথা ফাটিয়ে দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক মোঃ ফারুক মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামিরা আজমের কলেজ পড়–য়া কন্যাকে দীর্ঘদিন যাবত উত্যক্ত করে এবং তার বাড়ী ঘরে হামলা করে। মামলা দায়ের করে বাড়ী ফেরার পথে পুনরায় হামলা করে আজম ও তার কন্যাকে গুরুতর আহত করে। পুলিশ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন