সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

লোহাগাাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের লিয়াকত আলীর খরিদাসুত্রে পাওয়া দীর্ঘদিনের দখলীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা ভবন নির্মান করে যাচ্ছে স্থানীয় সামশুল ইসলাম গং। স্বশস্ত্র সন্ত্রাসীদের সহায়তায় ভবন নির্মান কাজ চালানোর কারনে ভয়ে এলাকা ছাড়া হয়ে রয়েছে লিয়াকত আলী। জানা গেছে, আমিরাবাদ ইউনিয়নের ২০৯২৫ ও ২০৯২৮ নং দাগের আন্দর ১৪ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে দখলে রয়েছে লিয়াকত আলী। জায়গাটি তার নামে খতিয়ানভুক্ত হয়। অপরপক্ষে সামশুল ইসলাম এই খতিয়ানের বিরুদ্ধে লোহাগাড়া জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় লিয়াকত আলীর পক্ষে আদেশ হয়। পরে এই আদেশের বিরুদ্ধে সামশুল ইসলাম চট্টগ্রাম জেলা জজ আদালতে মামলা করেন। পরবর্তীতে লিয়াকত আলী মামলাটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন ৩৪৬/২০১৬ নং মামলা দায়ের করিলে হাইকোর্ট বিভাগ নিম্ন আদালতের সকল কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন এবং পরবর্তীতে লিয়াকত আলীর আবেদনের প্রেক্ষিতে উক্ত জায়গায় নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু সামশুল ইসলাম এই নিষেদাজ্ঞা অমান্য করে বর্তমানে পাকা ভবন নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে পাশাপাশি লিয়াকত আলীকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। সামশুল আলমের হুমকির ভয়ে লিয়াকত আলী লোহাগাড়া থানায় জিড়ি করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন