সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সোনারগাঁয়ে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলায় দেশীয় অস্ত্রসহ জঙ্গি গ্রæপ নামের একটি আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাতে ডাকাতদের উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে আটক করা হয়েছে। আটককৃত ডাকাতরা হলো উপজেলার পিরোজপুর ইউপির রতনপুর গ্রামের বরজাহান মিয়ার ছেলে সাগর, একই এলাকার হানিফ মিয়ার ছেলে মোঃ জুয়েল, ও শাহজাহান মিয়ার ছেলে রাজিব, একই ইউপির জৈনপুর এলাকার হাসন আলীর ছেলে স্বপন ও ভবনাথপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে সজীব। সোনারগাঁ থানার এসআই মোঃ আঃ হক সিকদার জানান, গোপন সংবাদের শুক্রবার ভোর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কের ঢালের একটি ঝোপ থেকে ২টি চাপাতি ও তিনটি রামদাসহ ডাকাত মোঃ সাগর, মোঃ জুয়েল, রাজিব, স্বপন ও সজীবকে আটক করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ডাকাত পালিয়ে যায়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে ডাকাতরা মহাসড়কের মেরীখালী ব্রিজ হতে মেঘনা সেতু পর্যন্ত চলাচলরত বিভিন্ন প্রাইভেটকার ও বিদেশ থেকে আসা বিভিন্ন যানবাহন ও পন্যবাহী ট্রাকে ডাকাতি করে সর্বস্ব লুট করে নিয়ে যায় বলে স্বীকার করেছে। ডাকাতরা জঙ্গি গ্রæপ নামে একটি গ্রæপের হলে ডাকাতি করে থাকে। তাদের আটকের ঘটনায় ৭ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন