শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নড়াইলে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আ’লীগের আরো একজন নিহত

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আ’লীগের আরো একজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিপক্ষের হাতে গুরুতর জখম পেড়লী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বদরুল ইসলাম (৫১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বদরুল পেড়লী গ্রামের কুটি মিয়া শেখের ছেলে। এর আগে গত ২৫ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টার দিকে বদরুলকে পেড়লী এলাকায় কুপিয়ে গুরুতর জখম করে দলীয় প্রতিপক্ষরা। তাকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। নিহত বদরুলের ভাইপো পেড়লী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু বলেন, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষের কাজ করায় আমার চাচাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২৩ মে অনুষ্ঠিত নড়াইলের পেড়লী ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় গত বৃহস্পতিবার আ’লীগের দুইপক্ষের সংঘর্ষ হয়। ওইদিন নিহত হন কালিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ মোফাজ্জেল হোসেন (৫০)। ঘটনার দু’দিন পরে মারা গেলেন বদরুল ইসলাম। তবে, নিহত দু’জন দুইপক্ষের বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। কালিয়া থানার ওসি শেখ গণি মিয়া জানান, বদরুল নিহতের বিষয়টি তার ভাইপো আনিসুল ইসলাম আমাকে জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন