শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তানোরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন পরিষদের ‘ইউপি’ আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান মসলেম উদ্দীন প্রামানিকের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতি, সেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে ইউপির ১০ সদস্য অনাস্থা প্রকাশ করেছেন। চলতি বছরের ২৩ মে মঙ্গলবার কামারগা ইউপির ১০ সদস্য স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়ে অনাস্থা প্রকাশ করেছেন। আর পরের দিন বুধবার ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানও বয়কট করেন এসব সদস্যরা। এদিকে অনাস্থা প্রকাশের খবর জানাজানি হলে ইউপি চেয়ারম্যান ঘটনা ধামাচাপা দিতে আওয়ামী লীগের জনবিচ্ছিন্ন ও বির্তকিত এক নেতার মাধ্যমে বড় অঙ্কের অর্থ নিয়ে বিভিন্ন মহলে দৌড়-ঝাপ করছেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে। অপরদিকে এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে, সদস্যদের অভিযোগ তারা চেয়ারম্যানের বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন, তবে ইউপি চেয়ারম্যানের অভিযোগ তার কাছে থেকে অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে একটি মহল এসব ইউপি সদস্যদের তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন।
এসব বিষয়ে জানতে চাইলে কামারগা ইউপি চেয়ারম্যান মসলেম উদ্দীন প্রামানিক বলেন, শুধুমাত্র প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিয়ে এমন অবস্থা সৃষ্টি করেছেন কিছু ইউপি সদস্য অথচ ইউপি তাদের এক বছর ধরে দায়িত্ব দিয়েছিলাম প্যানেল চেয়ারম্যান নির্বাচনের জন্য, কিন্তু তারা না করে আমার উপরে দায়িত্ব দেয় এবং প্রশাসন থেকে চিঠিও আসে দ্রæত প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার জন্যে, যার কারণে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। তিনি বলেন, সদস্যদের যদি পছন্দ না হয় তারাই বসে ঠিক করুন কে হবে প্যানেল চেয়ারম্যান। এব্যাপারে কামারগা ইউপি যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য তোফায়েল আহম্মেদ জানান, আমাদের একটাই দাবি নির্বাচনের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান করা হোক এবং প্রত্যেক কাজে চেয়ারম্যান সদস্যদের মাঝে সমন্বয় থাকতে হবে। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকাত আলী বলেন, উভয়কে নোটিশের মাধমে ডেকে কেন ঘটলো এসব ঘটনা যেনে শুনানীর পর সমস্যার সমাধান করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন